Contact Us

সুপ্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভাল আছেন। এখন আপনাদের সাথে এই ওয়েবসাইটের এডমিন এর সঙ্গে বিশেষ প্রয়োজনে কিভাবে যোগাযোগ করবেন এই বিষয় সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। বিভিন্ন প্রয়োজনে এই ওয়েবসাইটের এডমিনের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। এরই প্রেক্ষিতে আপনাদের সামনে যোগাযোগের কিছু মাধ্যম তুলে ধরবো। যেই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি অনায়াসেই এই ওয়েবসাইটের এডমিনের সঙ্গে বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।

তবে যখন ইচ্ছা আপনি চাইলে তখন যোগাযোগ করতে পারবেন না। সকাল ৯.০০ টা থেকে রাত্রি ৯.০০ টা পর্যন্ত (9.00 AM- 9.00 PM) এই সময়ের মধ্যে আপনাকে আপনার প্রয়োজনে যোগাযোগ করতে হবে। আশা করছি এই সময়ের মধ্যে আপনি নিম্নোক্ত মাধ্যম গুলো ব্যবহার করে এই ওয়েবসাইটের এডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি যোগাযোগ করতে ব্যর্থ হলে অন্য সময় অবশ্যই যোগাযোগ করতে পারবেন না।

আর এই সময়ের মধ্যে যোগাযোগের জন্য এডমিনকে জানিয়ে থাকলে এবং এডমিন যদি সাড়া না দেয় তবে চিন্তার কোন কারণ নেই, এই ওয়েবসাইটের এডমিন কাজ থেকে একটু ফাঁকা হওয়া মাত্রই আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। নিম্নোক্ত মাধ্যম গুলো ছাড়াও এই ওয়েবসাইটের হেডার মেনুতে এবং ফুটার মেনুতে আপনাদের যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এর যাবতীয় লিংক সংযুক্ত করা হয়েছে। আপনি চাইলে সেখান থেকেও এডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার প্রয়োজন বোধে। 

এর পাশাপাশি এই ওয়েবসাইটের বাম পাশে হোয়াটসঅ্যাপ বাটনে এডমিনের সঙ্গে যোগাযোগের যাবতীয় লিংক যুক্ত করা হয়েছে। আশা করছি আপনাদের এই ওয়েবসাইটের এডমিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। এই ওয়েবসাইটের এডমিনের সঙ্গে যোগাযোগের মাধ্যম গুলো নিচে দেওয়া হলঃ
  • এডমিনের নামঃ M.F. Hossain
  • ওয়েবসাইটের নামঃ www.mfhossainbd.com
  • জিমেইল ঠিকানাঃ mfhsearch2001@gmail.com
  • মোবাইল নম্বরঃ +8801318-742511
  • মোবাইল নম্বরঃ +8801518-939086
  • হোয়াটসঅ্যাপ নম্বরঃ +8801618-207877
এছাড়াও আপনি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন । এই ওয়েবসাইটের উপরে এবং নিচে সবগুলো লিংকই দেওয়া আছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
1 Already commented
  • SM Mahmud
    SM Mahmud ২৪ মার্চ, ২০২৪ এ ১০:১৯ PM

    Anek valo likhcen vai..

Click here to comment

Please comment in accordance with the policy of the 'M.F. Hossain' website. Each comment is reviewed;

comment url